দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় নাটকের শুটিং বন্ধ ছিল মার্চ মাস থেকে। যার কারণে নাটকসংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণীর কলা-কুশলীরা মুখোমুখি হন অর্থ সংকটের। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট আন্তঃসংগঠনগুলো স্বাস্থবিধি মেনে কাজ করার অনুমতি দেয়।
তবে স্বাস্থ্যবিধিসহ নানা শর্ত আরোপ করা হয় শুটিংয়ে ফেরার বিষয়ে। সেই শর্তের অনেকাংশ মেনে চলছে শুটিং। জানা গেছে, জ্যোতিকা জ্যোতি, মাজনুন মিজান, তাসনুভা তিশা, শ্যামল মাওলাসহ অনেক শিল্পী-কুশলী শুটিংয়ে অংশ নিয়েছেন।
অভিনেতা মাজনুন মিজান জানান, ঘরে থাকার মতো আর্থিক সচ্ছলতা থাকলে তিনি শুটিং করতেন না এখন। জীবনের দায়েই শুটিং করতে বাধ্য হয়েছেন তিনি। তবে স্বাস্থ্যবিধি মেনেই ইউনিটের সবাই কাজ করছেন।
(এই ভিডিওটি দেখতে ক্লিক করুন নিচের ইউটিউব লিংক এ )