আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে বাংলাদেশে ডামি বিরোধী দল। শোকে শোকে তারা পাথর হয়ে গেছে। তারা আন্দোলন করবে জনতার ঢল নামবে এসব শুনে ঘোড়াও হাসে। নিজেদেরকে নিজেরাই ভুয়া বানিয়ে ফেলছে বিএনপি।
শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির এই মুহূর্তে কোনো আশা নেই। নিষেধাজ্ঞাও নেই, ভিসানীতিও নেই, আশায় আশায় দিন চলে যায়, রাত পোহায়। আশাটা আটলান্টিকের ওপারের দিকে তাকিয়ে থাকে। তাদের এখন কালো পতাকার মিছিল, এটা হলো শোক পালনের মিছিল। কালো পতাকা তো শোকের চিহ্ন, তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে আমরা পরাজয় বরণ করছি।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘ছয়জন লোককে ক্যাপিটাল হিলে হত্যা করে, স্পিকার টেবিলের নিচে পালিয়ে গেছেন; সে নির্বাচন তাদের দেশে হয়েছে। তারা আমাদের নির্বাচনের উপদেশ দেয়, সুষ্ঠু নির্বাচন! সুষ্ঠু নির্বাচন আগে নিজেরা করুক।’
যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, পাকিস্তানসহ সারা বিশ্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তাতে অসুবিধা কী! ট্রাম্প আজও বলছে, ইলেকশনের নামে স্টিলিং হয়েছে, রিগিং হয়েছে। এখনো নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। আমেরিকার রিপাবলিকান পার্টি দুইটা প্রাথমিক নির্বাচনে তারা গেছে। ওহাইও ও নিউ হ্যাম্পশায়ারে পরশুদিন রেজাল্ট হয়েছে। সেখানেও জিতেছে। জনতার যে মানদণ্ড জরিপ, সে জরিপে এখন অনেক এগিয়ে ট্রাম্প। এখন কথা হচ্ছে, ছয়জন লোককে ক্যাপিটাল হিলে হত্যা করে, স্পিকার টেবিলের নিচে পালিয়ে গেছেন, সে নির্বাচন তাদের দেশে হয়েছে। তারা আমাদের নির্বাচনের উপদেশ দেন, সুষ্ঠু নির্বাচন! সুষ্ঠু নির্বাচন আগে নিজেরা করুক।’