1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতেই হবে: এ্যানি - বিজয় টিভি
ঢাকা বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতেই হবে: এ্যানি

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতেই হবে: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের আমলের অবৈধ অস্ত্র আর ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখন সন্ত্রাসীদের কাছে। ওই আওয়ামী দোসর ও তাদের সঙ্গীরা এই অস্ত্র নিয়ে এখন সমাজে অপকর্ম করছে। সরকারকে দায়িত্ব নিয়ে অস্ত্র উদ্ধার করে সমাজের অস্থিরতা দূর করতে হবে।

তিনি বলেন, সংস্কার চলবে, নির্বাচনও হবে। অস্ত্র উদ্ধার তার আগেই করতে হবে। এই অস্ত্র দিয়ে আবারও সেই ভোটকেন্দ্র দখলে যাবে, এই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতেই হবে। এটা সরকারের দায়িত্ব।

বুধবার (৫ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের পুরাতন গো হাটা রোড এলাকার বশির ভিলা মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। জেলা বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে ঢেউটিন বিতরণ করা হবে।

এ্যানি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সারাদেশে আমাদের মাঝে একটি ঐক্য সৃষ্টি হয়েছে। এই সুদৃঢ় ঐক্যের কারণেই শেষ পর্যন্ত ফ্যাসিবাদ পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়েছে, তার দোসররা পালায়নি। ৫ আগস্টের পর বিভিন্ন থানা লুট হয়েছে, আগুন দিয়েছে। লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি। এতে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, চুরি-ডাকাতি করছে। সমাজকে একটি অস্থিতিশীলতায় নিয়ে গেছে। এজন্য এ অন্তর্বর্তী সরকারকে বলছি, আইনশৃঙ্খলার উন্নয়নের স্বার্থে আপনাদের আরও বেশি সোচ্চার হতে হবে। খুব সহসাই সরকার-স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কর্মসূচি দিয়ে অস্ত্র যদি উদ্ধার না করা হয়, তাহলে দেশে হানাহানি বাড়বে। অস্থিরতা বাড়বে, আইনশৃঙ্খলার আরও অবনতি হবে। আমরা সরকারকে সহযোগিতা করছি, অস্ত্র উদ্ধারেও সহযোগিতা করব।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান। এ সময় লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, বিএনপি নেতা শাহ মোহাম্মদ এমরান, বেলাল হোসেন, লক্ষ্মীপুর পৌর যুবদলের সদস্য সচিব মুনছুর আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

রবিবার, ৪ মে, ২০২৫
এলপি গ্যাসের দাম আরও কমলো

এলপি গ্যাসের দাম আরও কমলো

রবিবার, ৪ মে, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.