জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সরকারের স্বররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। টানা পাঁচদিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে অভিযুক্তদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের চরম দণ্ড (মৃত্যুদণ্ড) দাবি করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের সামনে এই আবেদন জানান তিনি। একইসঙ্গে, মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের শাস্তির বিষয়টি আদালতের বিবেচনার ওপর ছেড়ে দেন প্রধান প্রসিকিউটর।
চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ ছাত্র-জনতা নিহত হয়েছেন। একজন মানুষকে হত্যার দায়ে যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে ১ হাজার ৪০০ জনকে হত্যার দায়ে শেখ হাসিনাকে ১৪শ বার ফাঁসি দেওয়া উচিত। যদিও আইনে তা সম্ভব নয়, তবে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এই দণ্ড দেওয়া হলে দেশের জনগণ ন্যায়বিচার পাবে।