অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বিশেষ সময়ে বিশেষ উদ্দেশে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
আসিফ নজরুল বলেন, ১৫ বছর ক্ষমতায় থেকে জামায়াতকে নিষিদ্ধ করে নাই কেনো। যখন ছাত্র জনতার বিপ্লব চলছিলো তখন তা নির্মমভাবে সন্ত্রাসী চিহ্নিত করে এই আন্দোলনকে দমাতে চেয়েছিলো। ছাত্র জনতার বিপ্লবকে অন্যায়ভাবে পরাজিত করার কৌশল হিসেবে জামায়তকে নিষিদ্ধ করেছিল।
তিনি বলেন, মামলা হলেই অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার হবে না। আমি আশাকরি সাকিব আল হাসান গ্রেপ্তার হবেন না। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু মামলা দ্রুত নিস্পত্তি করা হবে। সাগর-রুনি মামলাসহ এমন আলোচিত অনেক মামলা আছে সেগুলো দ্রুত নিস্পত্তি করা হবে।