জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে আসেনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোলাটে করা হবে বলে জনগণ মনে করে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দলের বর্ধিত সভায় উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে আসুন।
তারেক রহমান বলেন, অর্থপাচার ও অর্থলুট করে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করা হয়েছিল। জনগণের ভোট দেয়ার অধিকার কেড়ে নেয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিএনপি ২৭ দফা কর্মসূচি এবং পরবর্তীতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ৩১ দফা ঘোষণা করা হয়।
৩১ দফা নিয়ে বর্তমানে জনগণের সঙ্গে চলছে দেশব্যাপী কর্মশালা। মূলত ৩১ দফা হলেও এর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। আর এ কারণেই জাতীয় নির্বাচনের দাবি করে আসছে বিএনপি।
তবে এই ৩১ দফাই শেষ কথা নয়। সময়ের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে এই ৩১ দফাকে বৃদ্ধি করার সুযোগ রয়েছে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির মূল বিষয় নিয়ে খুব একটা বিরোধ নেই। জাতীয় নির্বাচনকে নিয়ে কোনো কোনো উপদেষ্টার বক্তব্য সাধারণ জনগণের মনে দাগ কেটেছে।