নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটি আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, আগামীতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। রাজনৈতিক সব দলের সঙ্গে আলোচনা হচ্ছে। আগামী নির্বাচনে সব ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শনকালে এসব বলেন তিনি।
তিনি বলেন, ঢাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন ছিল। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা পুরোপুরি ছিল। কোনো ঘটনা ঘটেনি। ঢাকসু নির্বাচনে কে জিতেছে, কে হেরেছে, সেটা আমাদের বিষয় না। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সফল। ৮০ শতাংশের মতো ভোট কাস্ট হয়েছে, যোগ করেন প্রেস সচিব।
এসময় মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, রেলওয়ে প্রকৌশলী ফয়জুল করিম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শফিকুল আলম বলেন, ছোটবেলা যেখানে বসে কবি ফররুখ আহমদ কবিতা রচনা করতেন, সেই বাড়ি অক্ষত রেখে রেললাইন নির্মাণ করা হবে। মধুখালীর যে রেললাইন নির্মাণ করা হচ্ছিল, সেটি কবির বাড়ির ওপর দিয়ে যেত। কবির পরিবারের লোকজন রেললাইন নির্মাণ বাড়ির পাশ দিয়ে করার কথা বলেন। এখন কবির বাড়িও ওপর দিয়ে বা বাড়ি ঘেঁষে নয়, পাশ দিয়ে যাবে রেললাইন। রেলওয়ে এবং সড়ক বিভাগের পক্ষ থেকে বাড়িটি অক্ষত রেখে রেললাইন নির্মাণ করা হবে।
তিনি আরও জানান, কবির বাড়ি অক্ষত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে।