লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় এই নিন্দা।
বিবৃতিতে বলা হয়েছে,“ গতকাল ১২ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক কর্মসূচি থেকে বেরিয়ে আসার সময় একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং কিছু সময়ের জন্য তাদের পথ রোধের চেষ্টা চালায়। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ কার্যকরভাবে হস্তক্ষেপ করে। প্রাপ্ত তথ্যে জানা যায়, হামলার সময় মাহফুজ আলম গাড়িতে ছিলেন না। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, পুরো সময় পুলিশ নিয়মিত যোগাযোগ রাখে এবং উপদেষ্টার সব কার্যক্রমে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে।”
“লন্ডনের এই ঘটনা নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর সংঘটিত হামলার ধারাবাহিকতা। মাত্র কয়েক সপ্তাহ আগে নিউইয়র্কে সরকারি কাজে যোগদানকালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে এক অনুষ্ঠানে বিক্ষোভকারীরা ডিম ও (বিভিন্ন সূত্র অনুযায়ী) বোতল নিক্ষেপ করে এবং কাচের দরজা ভাঙচুর করে। পরবর্তীতে কনস্যুলেট স্থানীয় কর্তৃপক্ষসহ স্টেট ডিপার্টমেন্টের আঞ্চলিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।”
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই হয়রানির প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সরকার এই সর্বশেষ হামলারও একই দৃঢ়তার সঙ্গে নিন্দা করছে। আমাদের সরকার, বাংলাদেশের জনগণ এবং উভয় আতিথ্য প্রদানকারী দেশের কর্তৃপক্ষ সভ্য মূল্যবোধের পাশে দাঁড়িয়েছে, আর এই দুর্বৃত্তরা বর্বরতা ও দমনের জগতে অবস্থান করছে।”