রাজনৈতিক ঐকমত্য থাকলে নির্বাচনের পরেও সংস্কার সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল। একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি।
সংস্কার প্রসঙ্গে আসিফ নজরুল আরও বলেন, ‘আশু বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তুাবগুলোর বেশির ভাগই করবে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোনো সংস্কারকাজ শেষ করতে কত মাস লাগবে, এর সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা আছে কি না, অন্য মন্ত্রণালয় বা বিভাগের সংশ্লেষ আছে কি না-তা তালিকা করেছি। কিছু কিছু কাজ বাস্তবায়ন শুরু করেছি।’
এক থেকে দুই মাসে ব্যাপক আইনি সংস্কার দেশবাসী দেখতে পাবেন জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘যেসব সংস্কারের সঙ্গে সংবিধান জড়িত, সেগুলো বাস্তবায়ন চ্যালেঞ্জিং। সেখানে রাজনৈতিক ঐকমত্য লাগবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু কমাবেন, সংসদীয় স্থায়ী কমিটির ক্ষমতা কতটুকু বাড়াবেন, সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ করবেন কি না, সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধন হবে কি না, রাষ্ট্রের মূলনীতি কী হবে-এ ধরনের প্রস্তাবে রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংস্কার করা আমাদের একার পক্ষে ঠিক হবে না, আমরা করবও না।’