1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে চিকিৎসকদের পদায়নের দাবি
ঢাকা বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে চিকিৎসকদের পদায়নের দাবি

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে
মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে চিকিৎসকদের পদায়নের দাবি

গত ১৫ বছর ধরে যেসব চিকিৎসক বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে তাদের নিয়োগের দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানায় সংগঠনটি। বৃহস্পতিবার (২২ আগস্ট) ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় নেতারা বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং এনডিএফের পরিচিতি এবং সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, সাক্ষাৎকালে দীর্ঘ ১৫ বছরে যেসব চিকিৎসক নানাভাবে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন তাদের সিনিয়রিটি ও মেধাভিত্তিক যথাস্থানে পদায়নের জন্য উপদেষ্টার কাছে আবেদন করা হয়েছে।

এনডিএফ সভাপতি বলেন, সাক্ষাৎকালে স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন, এই একটি দলকে পাওয়া গেল যারা মন্ত্রণালয়ের কাজকে সহযোগিতা করার জন্য পরামর্শ দিয়েছে। তিনি আমাদের কার্যক্রমের প্রশংসা করেছেন এবং সামাজিক ব্যবসা সম্পর্কে আলোচনা করেছেন।

জানা গেছে, উপদেষ্টার সঙ্গে এনডিএফের সাক্ষাতের সময় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক রোবেদ আমিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডা. মো. নজরুল ইসলাম আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আহত রোগীদের চিকিৎসা দেওয়া, অর্থনৈতিক সহযোগিতা দেওয়া, কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপনে সহায়তা দেওয়াসহ নানা ভূমিকা রেখেছে এনডিএফ। এছাড়া শহীদ ডা. সজীব সরকারের কবর জিয়ারতসহ আর্থিক সহযোগিতা দেওয়া ও ব্লাড ব্যাংকের মাধ্যমে ৬০০ ব্যাগ রক্তদান পরিচালনা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে সংগঠনটির জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মাহমুদ হোসেন বলেন, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকা মেডিকেলে পাঁচ হাজারের ওপর আহত ব্যক্তির চিকিৎসা দেওয়া হয়েছে। ওই ক্রান্তিকালের এক পর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে ক্রস ম্যাচিং ছাড়াও রক্ত দিতে হয়েছে আহতদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.