ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচটি দেশের মধ্যে একটি অর্থনৈতিক জোট গড়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশগুলো হলো বাংলাদেশ, মালদ্বীপ, মালয়েশিয়া, ব্রুনাই ও ইন্দোনেশিয়া।
ব্রুনাইয়ে দেশটির সুলতান হাসানাল বলকিয়ার এর সরকারি বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে এ প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। পরে, পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, এ বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তনসহ দুই দেশের পারস্পরিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি