দুর্গম চরাঞ্চলের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাজেদা আদিল স্মরণীয় উচ্চবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সিরাজগঞ্জ যেহেতু নদীভাঙন প্রবণ এলাকা তাই এখানকার চরাঞ্চলে অনেক মানুষ বসবাস করেন। এই অঞ্চলের শিক্ষার মানকে শহরের সঙ্গে তাল মিলিয়ে উন্নত করা হবে।
তিনি আরও বলেন, চরাঞ্চলের জন্য শিক্ষক ও জনবল কম রয়েছে। অঞ্চলভিত্তিক গুরুত্ব দিয়ে শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষা কার্যক্রম আরও বেগবান করা হবে। সেইসঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও জোরদার করা হবে।