উর্দুভাষীদের ভোটার করেছে শেখ হাসিনার সরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার (২৩ স্টেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ স্মরণী চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুরে নেমে সড়কপথে নানকের রংপুরে যাওয়ার পথে ওই সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটি এ পথসভার আয়োজন করে।
এসময় উর্দুভাষীদের উদ্দেশে নানক বলেন, ‘আপনারা একসময় ভোটার ছিলেন না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সে অধিকার দিয়েছে, এখন আপনাদের সন্তানেরা লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, সরকারি চাকরিও করছে।’
তিনি আরও বলেন, ‘গৃহ ও ভূমিহীন ৩০ লাখ পরিবারকে বর্তমান সরকার আশ্রয়ের ব্যবস্থা করেছে। তাই রেলের ভূমিতে বসবাসকারী উর্দুভাষীদের পুনর্বাসন না করে কোনো উচ্ছেদ করা হবে না। মনে রাখবেন, দেশে একজন শেখ হাসিনা রয়েছেন, তিনি থাকতে কেউ গৃহহীন হবে না।’
সভায় আরও বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল।