ককটেল ও বিস্ফোরক পাওয়ার কারণে তদন্তের স্বার্থে বিএনপি অফিস ও সামনের রাস্তা বন্ধ করে রেখেছে পুলিশ, এ তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে, সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিং এ মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, বিএনপি দেশে গণ্ডগোল ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই নয়াপল্টনে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে। শান্তি চায় না বলেই বিএনপি পরিকল্পিতভাবে এই ধরনের পরিস্থিতি তৈরির জন্য কয়েকদিন ধরে উস্কানি দিচ্ছিল এবং পরিকল্পিতভাবেই তারা গতকাল পল্টনে এই ঘটনা ঘটিয়েছে। গতকালের সমস্ত ঘটনার জন্য বিএনপি এবং তাদের নেতারাই দায়ী।