অবৈধ সম্পদের মামলায় সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের আগাম জামিনের আবেদন খারিজ করে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে সোমবার মিজানের উপস্থিতিতে শুনানি শেষে এই আদেশ দেয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, মিজান পুলিশের ভাবমূর্তি পুরোপুরি নষ্ট করে, দুদকের একজন পরিচালককে ঘুষ দেওয়ার ব্যাপারে সে ডেসপারেট বক্তব্য ডিআইজি মিজান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাগ্নে মাহমুদুল হাসান এবং ছোট ভাই মাহবুবুর রহমানকে আসামি করে গত ২৪ জুন এই মামলা দয়ের করেন দুদকের পরিচালক মনজুর মোরশেদ। শুনানি শেষে জামিন নাকচ করে হাই কোর্ট আদালতে উপস্থিত মিজানকে গ্রেপ্তারে নির্দেশ দেয়। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে তাকে ঢাকার মহানগর বিশেষ জজ আদালতে হাজির করতে বলা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি