বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। দুপুরে বগুড়া পুলিশ সুপারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবি ইন্সপেক্টর আসলাম আলীর নেতৃত্বে একটি দল গত রাত ১২.৩০ মিনিটে মিরপুর ১ মধ্যপাইকপাড়ায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে গত ১৬ তারিখ রাতে ডিবি পুলিশের একটি টিম বগুড়া শহরের চারমাথা এলাকা থেকে ৩ হাজার ৫০০ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটক ফারুকের ঢাকার বাসায় অভিযান চালানো হলে সেখান থেকে ৩০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি