শোককে শক্তিতে রুপান্তরিত করে দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। সভায় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সী শাহাবুদ্দিন আহম্মেদ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেন ভুঁইয়্যা, কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদসহ অন্যান্যরা।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি