রাজধানীতে অবৈধ জুয়া খেলা ও ক্যাসিনো গড়ে ওঠায় প্রশাসনের ব্যর্থতা ও নির্লিপ্ততার জন্য নিন্দা জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভায় এ নিন্দা জানানো হয়। এসময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, দেশে দুর্নীতি, সামাজিক অপরাধসহ সাম্প্রতিককালে ক্যাসিনো সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী যেসব অভিযানের নির্দেশ দিয়েছেন, ১৪ দল সম্পূর্ণভাবে সে অভিযানকে সমর্থন করে। এ অভিযানের পরিস্থিতিতে কোনো অশুভ শক্তি যেন ষড়যন্ত্রে লিপ্ত না হয় এজন্য কর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি