পানিশোধনে সরকারের বিপুল খরচের কথা তুলে ধরে পানিসম্পদ ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পদ্মা-যশলদিয়া পানি শোধনাগার ফেজ-১ এবং সাভার উপজেলার তেতুলঝরা-ভাকুর্তা এলাকায় ওয়েলফিল্ড নির্মাণ প্রকল্পের উদ্বোধনকালে এ সব কথা বলেন তিনি। বিল কমানোর চিন্তা থেকে হলেও পানি অপচয় না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার সচিব হেলাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কাং-ইল, এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি