সমাজে শান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের আদর্শ অনুসরণ করার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার সংলগ্ন মাঠে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গৌতম বুদ্ধের বাণীই অসাম্প্রদায়িক সমাজ গঠনে আমাদের প্রেরণা যোগাবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি