সারা দেশে জঙ্গী, সন্ত্রাস, মাদক নির্মূল হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ময়মনসিংহ পুলিশ লাইন মাঠে বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ও নিরাপদ সড়ক আন্দোলন বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর আগে মন্ত্রী পুলিশ লাইন মাঠে কোতোয়ালী মডেল থানা ও ভালুকা মডেল থানা অনলাইন জিডির পরীক্ষামূলক উদ্বোধন ও জেলা পুলিশের মোবাইল এ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ-৯ আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খান তুহিন, ময়মনসিংহ-১০ আসনের সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেলসহ অন্যরা ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি