শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নতুন উচ্চতায় উন্নীত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গতকাল নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত ‘শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের এক দশক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বছর দশেক আগে আমাদের মাথাপিছু আয় ছিল ৬’শ ডলার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ডলার। বাংলাদেশ শুধুমাত্র খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয় বরং খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ কমিটির সভাপতি কাজী আকরাম উদ্দিনের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা ড. অনুপম সেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য এমএ লতিফসহ অন্যরা।
অনলাইন ডেস্ক/বিজয় টিভি