রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নতুন মুখ্য সচিবকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন গতকাল সন্ধ্যায় একথাজানান।
রাষ্ট্রপতি বলেন, আহমদ কায়কাউস ইতিপূর্বে বিভিন্ন দায়িত্ব পালনকালে তার দক্ষতার প্রমাণ দিয়েছেন। আগামী দিনগুলোতেও তিনি সততা ও আন্তরিকতার সঙ্গে তার দায়িত্ব পালনে সক্ষম হবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব যথাযথভাবে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির প্রয়োজনীয় সহযোগিতা ও দিক-নির্দেশনা কামনা করেন।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. কায়কাউস প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি