আবারও ক্ষমতায় এলে রাজধানীর সব খাল উন্মুক্ত করে এলিভেটেড রাস্তা নির্মাণ করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর একটি হোটেল ঢাকা ওয়াসার দাশেরকান্দি পয়ঃনিষ্কাশন প্রকল্প উদ্বোধনকালে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বাইরের শহরগুলোকে বুলেট ট্রেনের মাধ্যমে সংযুক্ত করা হবে। জানান, পর্যায়ক্রমে খননের মাধ্যমে দেশের সব নদীর নাব্য সংকট দূর করা হবে। জলাধার ভরাট বন্ধসহ দেশব্যাপী সুপেয় পানি নিশ্চিত ও সুষ্ঠু পয়ঃনিষ্কাশনের জন্য সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এছাড়া ২০২৫ সালের মধ্যে ঢাকাকে আধুনিক পয়ঃনিষ্কাশনের আওতায় আনারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ ডেস্ক ./ বিজয় টিভি