দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩০ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৮৬ জন।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়াঁলো ২ হাজার ৩০৫ জনে। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৮১ হাজার ১২৯ জন।
আজ ( শনিবার) দুপুরে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং-এ সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানানো হয়। এছাড়া, আরও ১ হাজার ৬২৮ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৩৪ জন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬২৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৮৮ হাজার ৩৪ জনে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি