বিএনপি বিষোদগার ছাড়া এ সংকটে জাতিকে কিছুই দিতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (রোববার) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকার চাকা সচল রাখতে সরকার যখন নানামুখী পদক্ষেপ নিচ্ছে, তখন বিএনপি সরকারের সমালোচনায় ব্যস্ত। বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র এবং ডাবল স্ট্যান্ডার্ড ইতিমধ্যেই জনগণের কাছে পরিস্কার হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি করোনা পরীক্ষায় ২টি প্রতিষ্ঠানের প্রতারণা মানুষকে বিস্মিত করেছে উল্লেখ করে তিনি, দ্রুততার সাথে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি