সোমালিয়ার রাজধানী মোগাদিসুর হউলওয়াডাগ জেলায় ভয়াবহ এক গাড়ি বোমা হামলায় পার্শ্ববর্তী একটি স্কুল ভবন ভেঙে পড়েছে।
হামলায় বেশকিছু শিশুর হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি এ খবর জানালেও, এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য দিতে পারেনি।
বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হুসেইন জানান, প্রাথমিকভাবে আমরা গাড়িবোমা হামলার ব্যাপারে নিশ্চিত হয়েছি। আক্রান্তদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। হতাহতের সংখ্যা এখনই বলা সম্ভব নয়।
সোমালিয়ায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাব নিয়মিত হামলা চালায়। আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত সরকারকে উৎখাত করতে আগেও এ ধরণের হামলা চালিয়েছে তারা। ১৯৯১ সালে দেশটিতে মিলিটারি সরকারের পতনের পর থেকেই বহু সহিংসতার ঘটনাও ঘটেছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি