জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) অনুসারে মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৭ লাখ ৭২ হাজার ৮৫৬ জনের মৃত্যু হয়েছে।
সেই সাথে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৯৮৪ জনে পৌঁছেছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্যে দেখা যায়, বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ১০ হাজার ২৯ জন এ ভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠেছেন।
মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৪ লাখ ৩৭ হাজার ৯৬৯ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে মারা গেছে ১ লাখ ৭০ হাজার ৪৯২ জন।
করোনায় বিশ্বের ক্ষতিগ্রস্থ দেশসমূহের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে ৩৩ লাখ ৫৯ হাজার ৫৭০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন এক লাখ ৮ হাজার ৫৩৬ জন।
এদিকে, করোনা আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে সোমবার পর্যন্ত কোভিড-১৯ এ ৫০ হাজারেরও অধিক লোকের মৃত্যু হয়েছে। দেশটিতে ইতোমধ্যে ২৬ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সূত্র: ইউএনবি