নেতিবাচক রাজনীতির কারণে সরকারের সাহসীও ভাল উদ্যোগ দেখতে পারে না বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (শনিবার) ময়মনসিংহের ত্রিশালে জাতীয় শোক দিবস উপলক্ষে, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাঁতিঘর’ শীর্ষক আলোচনা সভায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ মন্তব্য করেন।
ওবাদুল কাদের বলেন, বিভেদের দেয়াল ভেঙে সম্প্রীতি ও সৌহার্দের সেতুবন্ধনই দেশকে এগিয়ে নিতে পারে। এসময় তিনি জীবিকা নয়, জীবনের জন্য শিক্ষা প্রয়োজন এ বাস্তবতা শিক্ষার্থীদের উপলব্ধি করার আহ্বান জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি