ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, এখন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী আন্দোলন এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবির মধ্যে সরকার এ পদক্ষেপ নিয়েছেন বলে জানা যায়।
এদিকে সাম্প্রতিক ধারাবাহিক ধর্ষণের ঘটনায় সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। খসড়া অনুমোদন পাওয়ায় চলতি সপ্তাহেই রাষ্ট্রপতির অধ্যাদেশে জারি হতে পারে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি