অ্যাসাইনমেন্টের মাধ্যমে মাধ্যমিকের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (২১ অক্টোবর) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়েছে। এনসিটিবি প্রণীত ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাসের অ্যাসাইনমেন্ট উপর ভিত্তি করে মাধ্যমিকের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতি সপ্তাহে একটি করে এক মাসের চারটি অ্যাসাইনমেন্ট দিতে হবে শিক্ষার্থীদের। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে অ্যাসাইনমেন্ট পৌঁছে দেবেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে তা গ্রহণ করবেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে পরবর্তী শিক্ষাবর্ষে তার উপর জোর দেয়া হবে।
এছাড়া, অ্যাসাইনমেন্টের ফলাফল পরবর্তী শিক্ষাবর্ষে উত্তীর্ণের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি