কোনো ইস্যু থাক বা না থাক, সরকারের বিরুদ্ধে অভিযোগ করাই বিএনপির এখন মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রোববার (২৫ অক্টোবর) সকালে কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে সম্মিলিত সামাজিক জোট আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি দেশ নিয়েও ভাবে না, জনগণ নিয়েও ভাবে না। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে জনগণের কাছে আস্থা ফিরে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি