বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িতদের সঙ্গে কোনও আপস নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি জানান, রাজধানীর দোলাইপাড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ চলবে। আমরা ভাস্কর্য নির্মাণ করব। ভাস্কর্য বিভিন্ন দেশে হয়েছে, সেখানে কেউ আনুষ্ঠানিক উদ্বোধন করেনি। হয়তো বৈধ একটি সংস্থা থেকে অনুমতি নিতে হয় সেটা এক বিষয়। আর আনুষ্ঠানিকভাবে ভাস্কর্য আমরা উদ্বোধন করিনি।
কাদের বলেন, প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি দেখছেন। দেশে কোনও অশান্তি-বিশৃঙ্খলা না হোক, সেদিকে খেয়াল রাখতে হবে।
এসময় বিএনপি-জামায়াতের উসকানি আছে কিনা সেটি আমরা খতিয়ে দেখছি বলেও জানান তিনি।
ডেস্ক নিউজ/বিজয় টিভি