নিউজ ডেস্ক / বিজয় টিভি
চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমানসহ চট্টগ্রাম অঞ্চল থেকে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) থেকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ২১ জন। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
২০১৮ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এবং মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় কাজের মাধ্যমে অবদানের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হবে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিপিএম পদক পাচ্ছেন র্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম, র্যাব-৭ এর মেজর মেহেদী হাসান, সন্দ্বীপ থানার ওসি মো. শাহজাহান, র্যাব-৭ ল্যান্স কর্পোরাল মো. শহিদুল ইসলাম ও কোতোয়ালী থানার কনস্টেবল মো. রাসেল মিয়া।
মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় কাজের মাধ্যমে অবদানের জন্য বিপিএম-সেবা পদক পাচ্ছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা ও সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এম এম মেহেদী হাসান।
সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পিপিএম পদক পাচ্ছেন র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ, সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি-পশ্চিম) এএমএম হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুন্ড সার্কেল) শম্পা রাণী সাহা, র্যাব-৭ এর লে. মির্জা শাহেদ মাহতাব, সিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মঈনুল ইসলাম, পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ, পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল মালেক ও র্যাব-৭ এর কনস্টেবল মো. সাইফুল ইসলাম।
মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় কাজের মাধ্যমে অবদানের জন্য পিপিএম-সেবা পদক পাচ্ছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. হামিদুল আলম, সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক ও সদরঘাট থানার ওসি মো. নেজাম উদ্দিন।
পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে আগামি ৪ ফেব্রুয়ারি ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন্সে এসব পদক প্রদান করা হবে বলে জানা গেছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি