চণ্ডীপাঠের মধ্য দিয়ে সূচনা হয়েছে শ্রীশ্রী দুর্গাষষ্ঠীর। এর মধ্য দিয়েই মূলত শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার।
এ উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদ রাউজান পৌর শাখার মহাষষ্ঠীর উদ্ধোধন করা হয়।
বুধবার রাত ৯টায় রাউজানের নতুন রাস্তার মাথা এলাকায় সর্ত্তা গহিরা পল্লী মঙ্গল সমিতি পূজা মন্ডপে রাউজান পৌর পূজার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন, পৌর শাখার সভাপতি সদীপ দে( সজীব) ও সম্পাদক দীপ্ত চৌধুরী। এ সময় মঙ্গল প্রদীপ প্রজ্জলন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সর্ত্তা গহিরা পল্লী মঙ্গল সমিতি সভাপতি উত্তম পালিত, সম্পাদক কমল দে বিপ্লব, বিপ্লব কান্তি দাশ, ত্রিফল চৌধুরী, পিকলু চৌধুরী,শয়ন দাশ তপন চৌধুরী (মনু), ওমেল সরকার, পার্থ পালিত(টুন্টুক), বিজয় পালিত,অভি চৌধুরীসহ অরও অনেকে।
অনুষ্ঠানে সনাতন ধর্মালস্বীদের প্রধান উৎসব পূজা দুর্গা পূজা, সনাতন সমাজের ৮ দফা দাবি মেনে নেওয়ার জন্য অন্তবর্তী সরকারের কাছে আহব্বান জানানো হয়।
দুর্গাপূজায় একদিন ছুটি বাড়ানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।