কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্তে অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ওই এলাকার সীমান্তে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
উখিয়া থানা পুলিশ খবরটি বিজিবি জানিয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
তিনি বলেন, ‘সীমান্তে মরদেহ পড়ে থাকার খবরটি বিজিবি দিয়েছে। কিন্তু এখনো আমরা উদ্ধার করতে পারিনি। বিজিবির আনুষ্ঠানিক অনুমতি পেলে উদ্ধারকাজসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
গত কয়েকদিন ধরে সীমান্তে ভয়াবহ আতঙ্ক বিরাজ করছিল। তবে কাল থেকে উত্তেজনা কিছুটা কমেছে। আগের মতো গোলাগুলি, মর্টারশেলের গোলার বিস্ফোরণ শোনা না গেলেও পুরোপুরি আতঙ্ক কাটেনি সীমান্তের বাসিন্দাদের।
গত সোমবার থেকে এটা অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত মোট ৩৩০ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত বুধবার সাংবাদিকদের বলেন, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর একটা ব্যাটালিয়নের বড়সংখ্যক এবং আরেকটা ব্যাটালিয়নের অর্ধেক সদস্য পালিয়ে এসেছেন। তিনি জানান, বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি আছে, যাতে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত না হয়।