রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন’র (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ এ রিট দায়ের করেন।
হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে ববি হাজ্জাজ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫ বিলিয়ন ডলার লোপাট করেছেন। অর্থাৎ ৫০০ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার কোটি টাকা।
আড়ও পড়ুন: সাবেক মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ: শুনবেন আপিল বিভাগ
তিনি আরও জানান, অনুসন্ধানের জন্য দুদকের কাছে আবেদন জমা দিয়ে কোনো সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীনে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি হবে বলেও জানান ববি হাজ্জাজ।