বৃষ্টি আর উজানের ঢলে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নদী তীরবর্তী চরাঞ্চল। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে তিনদিন ধরেই কখনও গুঁড়ি-গুঁড়ি কখনও ভারী বৃষ্টি হচ্ছে এ জেলায়।
এতে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে শিবগঞ্জের নদী তীরবর্তী চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। রাস্তাঘাট, ফসলি জমিসহ বাড়িঘরেও উঠেছে পানি।
জলমগ্ন অবস্থায় দিন কাটছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের। জেলার দুর্লভপুর, মনাকষা, নিশিপাড়া, বোগলাউড়িসহ কয়েকটি এলাকা ইতোমধ্যে পদ্মার জলে ডুবে গেছে।
গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন এসব অঞ্চলের বাসিন্দারা। বন্যায় বিপুল পরিমাণ ফসলি জমি, আমবাগান ও বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে বলে জানা গেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। দ্রুত সরকারের কাছে সহায়তার দাবিও জানিয়েছে এলাকাবাসী।