কোরবানির চামড়া কেউ যাতে ভারতে পাচার করতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
শুক্রবার (৩০ জুলাই) দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সীতি এলাকায় স্থানীয় লোকজন ও সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।
চামড়া কারখানাগুলো লকডাউনের আওতামুক্ত রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এবার চামড়া শিল্পে কোনো অস্থিরতা নেই। এ সময় ব্যবসায়ীরা চামড়ার ন্যায্যদাম পাচ্ছেন বলে দাবি করেন তিনি।