চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাসে, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৫ হাজার টন আদা আমদানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় অন্তত পাঁচ গুণ বেশি।
ব্যবসায়ী ও আমদানিকারকরা জানান, দেশীয় বাজারে আদার চাহিদা ঊর্ধ্বমুখী। এজন্য সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি বাড়াচ্ছেন তারা। ভোমরা শুল্ক স্টেশনের জ্যেষ্ঠ রাজস্ব কর্মকর্তা জানান, গত জুলাইয়ে, ভোমরা স্থলবন্দর দিয়ে ৫ হাজার ৪১৫ টন আদা আমদানি হয়। আমদানিকৃত এসব আদার মূল্য ৪৪ কোটি ৫৮ লাখ টাকা।
এদিকে, এ স্থলবন্দর দিয়ে মসলা জাতীয় পণ্য আমদানিতে সরকারের বড় মাপের রাজস্ব আয় আসে। এর মধ্যে শুধু আদা আমদানিতেই রাজস্ব আসে গড়ে ১০ শতাংশ ।