করোনাভাইরাস প্রতিরোধী টিকা কিনতে বাংলাদেশকে ২০ কোটি ইউরো ঋণ দিচ্ছে ফ্রান্স সরকারের অর্থায়নকারী সংস্থা এজেন্সি ফ্রান্সেস ডেভেলপমেন্ট -এএফডি। বর্তমান বাজারদরে বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ২ হাজার কোটি টাকা।
গত বছরের নভেম্বরে টিকার জন্য ফ্রান্সের কাছে বাংলাদেশ ২৫ কোটি ডলারের যে ঋণ সহায়তা চেয়েছিল, সেই আবেদনে সাড়া দিয়েই এ ঋণ দিচ্ছে এএফডি। এই ঋণের সুদহার দেড় শতাংশের বেশি নয়। আগামী অক্টোবরে সংস্থাটির বোর্ড সভায় এ ঋণ প্রস্তাব অনুমোদন হবে। চলতি বছরেই এ অর্থ বাংলাদেশ পাবে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।