চট্টগ্রাম বন্দরে বাড়তে শুরু করেছে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন কার্যক্রম।
গত বছরের জুলাই-আগস্ট মাসে করোনার ধাক্কায় গতিহীন হয়ে পড়লেও চলতি বছরের একই সময়ে স্বাভাবিক পরিস্থিতিতে সব বাধা কাটিয়ে পণ্যভর্তি কনটেইনার আমদানি-রপ্তানিতে গতিশীল হয়ে উঠছে বন্দর। বিগত এক মাসেরও বেশি সময় ধরে লকডাউন নেই। নেই বন্দরের অভ্যন্তরে কনটেইনার জট।
সচল হয়েছে শিল্প কারখানার চাকা। ফলে, বর্তমানে আমদানি-রপ্তানির দু’দিকেই সমান তালে বাধাহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। বিশেষ করে লকডাউন শেষে আগস্ট মাসে পণ্য আমদানি-রপ্তানিতে সবচেয়ে বেশি গতিশীল হয়েছে বন্দর।