চিনির বিশ্ববাজারে যখন প্রবল অস্থিরতা বিরাজ করছে ঠিক তখনই মিলল পণ্যটির বৈশ্বিক উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস।
মার্কিন কৃষি বিভাগের দেয়া তথ্যের ভিত্তিতে চিনি উৎপাদন নিয়ে পূর্বাভাস দিয়েছে পণ্যবাজার গবেষণা প্রতিষ্ঠান ইনডেক্সবক্স। এতে বলা হয়, চলতি বছর বিশ্বজুড়ে ১৯ কোটি ৩০ লাখ টন চিনি উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে, বৈরী আবহাওয়ার প্রভাবে শীর্ষ উৎপাদক দেশ ব্রাজিলে উৎপাদন ঘাটতি কারণে বিশ্ববাজারে হু হু করে বাড়তে থাকে ভোগ্য পণ্যটির দাম। তবে, থাইল্যান্ড, ভারত ও চীনসহ অন্যান্য শীর্ষ চিনি উৎপাদনকারী দেশে ঊর্ধ্বমুখী উৎপাদনের কারণে, বছর শেষে পণ্যটির বৈশ্বিক উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে, বিশ্ববাজারেও স্থিতি ফিরবে বলে আশা করছেন তারা।