দুই মাস বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
বর্তমানে, স্থলবন্দরে প্রতিকেজি কাঁচা মরিচ ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শনিবার বিকেলে, ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই তিনটি ট্রাক বন্দরে আসে। স্থলবন্দর কর্তপক্ষ জানান, দেশে বিভিন্ন জায়গায় বন্যার কারণে কাঁচামরিচের আবাদ নষ্ট হওয়ার কারণেই মরিচের সংকট দেখা দিয়েছে। যে কারণে দেশের বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় পণ্যটি আমদানি করা হয়েছে। এদিকে, আমদানি শুরুর খবরে বন্দরে আসতে শুরু করেছে পাইকাররা।