ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। ভক্তরা এই নায়ককে তার ক্যারিয়ারের শুরুতে গ্রামীণ জনপদের সাদামাটা লুকে দেখেছেন। কিন্তু তারপর এই লুকে তাকে আর পর্দায় দেখা যায়নি। এবার গল্পের প্রয়োজনে শাকিব আবারও পর্দায় দাঁড়ালেন লুঙ্গি-ফতুয়া পড়ে।
নির্মাতা এস এ হক অলিকের ‘গলুই’ সিনেমায় ‘লালু’কে দেখতে জামালপুর-বগুড়ার মধ্যবর্তী বিস্তীর্ণ চরাঞ্চলে নামে ভক্তদের ঢল! মাথায় গামছা বাঁধা লুঙ্গি-ফতুয়াতে ভক্তদের সুপারস্টার শাকিব খান অংশ নিয়েছেন সিনেমার শুটিংয়ে।
‘গলুই’ সিনেমায় শাকিবের চরিত্রের নাম লালু। নৌকার মাঝি হিসেবে ছবিতে দেখা যাবে তাকে। গেল ৩০ সেপ্টেম্বর থেকে জামালপুরের চরে লুঙ্গি-গামছা পরে অবস্থান করছেন শাকিব খান।
এদিকে, শাকিব খান তার ইউটিউব চ্যানেলেও প্রকাশ করেছেন ‘বিহাইন্ড দ্য গলুই’। মূলত এই চরিত্রটির মাধ্যমে বাংলাদেশের ট্র্যাডিশনাল নৌকা-বাইচের বড় একটি অংশ উঠে আসবে।
জামালপুরে গেল ৩০ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু করেছেন শাকিব খান। সেকাহ্নে টানা ২৫ দিন কাজ হওয়ার কথা রয়েছে। ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে আছেন পূজা চেরি।
জানা গেছে, নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে ‘গলুই’। গলুই নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে মানুষের জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।