নিউজ ডেস্ক / বিজয় টিভি
নগরের জিইসি এলাকায় বাসমতি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ফ্রিজ ভর্তি রান্না করা বাসি মাছ-মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ও মো. তৌহিদুল ইসলাম। ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, নিরাপদ খাদ্য আইনের লঙ্গনের কারণে রেস্টেুরেন্ট ম্যানেজার দিলীপ রোজারিওকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জিইসি মোড়ের ‘জামান মেজবানি অ্যান্ড কাবাব’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে রেস্টুরেন্ট মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি