মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ব্যাংকগুলোতে যে ডলার সংকট আছে আগামী জানুয়ারি মাস থেকেই সেটা দূর হয়ে যাবে। যে জিনিসগুলো আমদানি করা প্রয়োজন সেগুলো রমজানের আগেই আমদানি করা হবে। রমজানে কোনো সমস্যা হবে না।
শিনবার সকালে মেহেরপুরে, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে সব কিছুর দাম বেড়েছে। তারপরেও প্রধানমন্ত্রীর পরিকল্পনায়, দেশের এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে কম মূল্যে বিভিন্ন পণ্য পৌঁছে দিচ্ছে সরকার। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানসহ অনেকে উপস্থিত ছিলেন।