আর্চ বিশপের সাথে মতবিনিময় করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সকালে নগরীর পাথরঘাটা চার্চে মতবিনিময় সভায় চার্চে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ও সমস্যা সম্পর্কে শিক্ষা উপমন্ত্রীকে অবহিত করেন বিশপ। এসময় উপস্থিত আর্চ বিশপ মাজেস এস কস্তা, পুরোহিত ফাদার সুব্রত টলেন্টিনো, চসিক কাউন্সিলর জহুর লাল হাজারীসহ চার্চের পুরোহিত, পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ আরো অনেকে। এসময় শিক্ষা উপমন্ত্রী চার্চের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং আগামীতে চার্চের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশাস দেন।