নিউজ ডেস্ক / বিজয় টিভি
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে নগরীর দক্ষিণ পাহাড়তলী, মোহরা ও পাথরঘাটা সহ বেশ কয়েকটি ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি, জাতীয় প্রকল্প ব্যবস্থাপক সরদার এম আসাদুজ্জামান সহ অন্যরা। অনুষ্ঠানে ৩ হাজার ২৫৯ জন উপকারভোগীর মাঝে প্রায় ২ কোটি ২১ লাখ টাকা বিতরণ করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি