বর্তমানে ঢালিউড কিং শাকিব খানের ব্যাক্তিগত জীবন নিয়ে সরগরম দেশীয় শোবিজ অঙ্গন। চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর সাথে সম্পর্ক নিয়ে প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছেন তিনি। বুবলী ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নায়ক। তবে সেই আলোচনা থামতে না থামতেই আবারও আলোচনায় উঠে আসলেন এই অভিনেতা। তবে এবার বুবলী কিংবা অপু বিশ্বাসকে নিয়ে নয়, আলোচনায় এসেছেন পুরোনো একটি বিষয় নিয়ে।
‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অস্ট্রেলিয়ান প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহর করা ১০০ কোটি টাকার মানহানি মামলা নিয়ে এবার আলোচনায় এসেছেন শাকিব। তবে এক্ষেত্রে ঢাকাই চলচ্চিত্রের এ নায়ককে সমনের জবাব দাখিলের জন্য আগামী ৫ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আদালত।
গত সোমবার জবাব দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন শাকিব খানের আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক আগামী ৫ জুলাই সমনের জবাব দাখিলের দিন ধার্য করেন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গত ৩০ এপ্রিল আদালতে শাকিব খানের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন প্রযোজক রহমত উল্লাহ। এর আগে গত ১৬ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে রহমত উল্লাহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন। তবে আদালত মামলাটি খারিজের আদেশ দেন।
এদিকে গত ২৩ মার্চ চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা করেন নায়ক শাকিব খান। এরপর ২৭ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন শাকিব। পরবর্তীতে আদালত মামলার অভিযোগের বিষয়টি তদন্তের নির্দেশ দেন পিবিআইকে।